ক্রমিক নং | গ্রাম পুলিশের ক্ষমতা |
তিনি ম্যাজিষ্ট্রেটের অনুমতি ব্যাতিরেকে এবং কোন ওয়ারেন্ট ছাড়া নিম্নোক্ত ব্যাক্তিদের এরেষ্ট করতে পারবেন; | |
ক) খ) গ) ঘ)
ঙ)
চ) | যে ব্যক্তির কোন আদালত গ্রাহ্য অপরাধের সাথে সংশ্লিষ্টতা রয়েছে বা যার বিরুদ্ধে যুক্তি সংগত অভিযোগরয়েছে।; কোন ব্যক্তির দখলে বে-আইনী ভাবে বাড়ী ভাঙ্গার উপকরণ থাকলে; কোন ব্যক্তি যিনি অপরাধী হিসাবে কোর্ট অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৯৯৮ এর আওতাধীনে অথবা সরকারেরকোন নির্দেশের মাধ্যমে কথিত রয়েছেন। কোন ব্যক্তির দখলে কোন বস্তু বা দ্রব্য থাকে যা চুরি করা সম্পদ বলে সন্হেদ করা হয় অথবা যাকে এইদ্রব্যের কোন অপরাধ সংগঠিত করেছে বলে যথাযথ ভাবে সন্হেদ করা হয়। কোন ব্যক্তি আইনগত কোন প্রহরা থেকে পালিয়ে গেলে বা পালাবার চেষ্টা করলে, এবং কোন ব্যক্তিকে যথার্থভাবেসন্হেদ করা হয় যে, তিনি বাংলাদেশ আর্মি, নেভি অথবা এয়ারফোর্স থেকে পালিয়েছেন; এবং কোন ব্যক্তি যদি সরকারী কোন কর্মকর্তা বা কর্মচারীকে তার অফিসিয়াল দায়িত্ব পালনে বাঁধা দান করেন। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS