পদ্মা নদীর এক পাড় এই নদী পাড় হয়ে তার পর আবার ২-৩ কিঃমি পথ পায়ে হেটে আবার নৌকাতে পাড় হতে হয়। পাড় হয়ে কুমারখালী উপজেলার শিলাইদহ উইনিয়নের যেতে হয় বা কুষ্টিয়, কুমারখালী যেতে হয়ে। কিন্তু ভরা নদীতে দুই নদী এক হয়ে যায় তখন জনগনের যাতায়াত অনেক সুবিধা হয়ে থাকে তবে সময় প্রায় ৫০ মিনিট থেকে ১ ঘন্টা সময় লাগে পাড় হতে এই নদী। পাবনা শহর থেকে সাদীপুর ইউনিয়ন হয়ে সাদীপুর ঘাট থেকে নৌকা যোগে শিলাইদহ ঘাটে নেমে কুমারখালী উপজেলা অথবা কুষ্টিয়া যেতে যে পদ্মা নদীর পাড় হতে হয়, তার একটি ছবি। পাবনা জেলার দোগাছী ইউনিয়নের পশ্চিমে এবং পাবনা জেলার হেমায়েতপুর ইউনিয়নের দক্ষিণে চর সাদীপুর ইউনিয়ন টি অবস্থিত। পদ্মা নদীটি চর সাদীপুর ইউনিয়নের দক্ষিণ পাশ দিয়ে প্রবাহিত হয়ে গেছে। পদ্মা নদী আষাঢ় মাস হতে আশ্বিন মাস পর্যন্ত বর্ষার পানিতে কানায় কানায় ভরপুর থাকে। তারপর গ্রীষ্ম মৌসুমে পদ্মা নদীর মাঝখানে প্রায় ৩/৪ কিঃমিঃ ধু ধু বালুর চর পড়ে যায়। তখন অটো রিকসা যোগে ঘাটে আসতে হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস