১। মোঃ এস্কেন্দার আলী মুক্তিযোদ্ধা
২। মোঃ আক্কাছ আলী মুক্তিযোদ্ধা।
৩। মোঃ তোফাজ্জল হোসেন চেয়ারম্যান তিনি দ্বিতীয় বারের মত ০৭.০৫.২০১৬ তারিখের নির্বাচনে চেয়ারম্যান হিসেবে উত্তীর্ণ হন।
৪। মোঃ জাহাঙ্গীর আলম বয়েন তিনি এই চরসাদীপুর উইনিয়নকে শিলাইদহ ইউনিয়নের একটি ৩ নং ওয়ার্ড থেকে আজাকে একটি ইউনিয়নে পতিষ্ঠিত করেছেন। নিরক্ষর থেকে আজকে এলাকার জনগণকে শিক্ষিত করার লক্ষ্যে স্কুল, কলেজ ইত্যাদি প্রতিষ্টান গড়ে তুলেছেন। ইতি পূর্বে এই এলাকাতে কোন রাস্তা ছিল না। শুধু বালি আর বালি মানুষ এই বালির মধ্যে দিয়ে শুধু দু পায়ে হেটে রাস্তা করেছিল। পাশেই পাবনা শহর প্রায় ৫-৬ কিঃমি হওয়া সত্বে ও মানুষ চলাফেরা করত শুধু পায়ে হেটে কিন্তু আজকে এলাকাতে পাকা রাস্তা ঘাট হয়েছে। এখুন অনেক যানবাহার চলাচল করে এই এলাকেতে আর মানুষ কে হেটে হেটে শহরে যেতে হয়না। ঘর থেকে বেরুলেই যানবাহন পাওয়া যায়। দিন নেই রাত নেই যে কোন সময়ে ইচ্ছা করলে মানুষ পাবনা শহরে যেতে বা আসতে পারে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস