Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
পদ্মা নদী পাড়াপাড়ের একাংশ
বিস্তারিত

পাবনা শহর থেকে সাদীপুর ইউনিয়ন হয়ে সাদীপুর ঘাট থেকে নৌকা যোগে শিলাইদহ ঘাটে নেমে কুমারখালী উপজেলা অথবা কুষ্টিয়া যেতে যে পদ্মা নদীর পাড় হতে হয়, তার একটি ছবি। পাবনা জেলার দোগাছী ইউনিয়নের পশ্চিমে এবং পাবনা জেলার হেমায়েতপুর ইউনিয়নের দক্ষিণে চর সাদীপুর ইউনিয়ন টি অবস্থিত। পদ্মা নদীটি চর সাদীপুর ইউনিয়নের দক্ষিণ পাশ দিয়ে প্রবাহিত হয়ে গেছে। পদ্মা নদী আষাঢ় মাস হতে আশ্বিন মাস পর্যন্ত বর্ষার পানিতে কানায় কানায় ভরপুর থাকে। তারপর গ্রীষ্ম মৌসুমে পদ্মা নদীর মাঝখানে প্রায় ৩/৪ কিঃমিঃ ধু ধু বালুর চর পড়ে যায়। তখন অটো রিকসা যোগে ঘাটে আসতে হয়।