Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে চরসাদীপুর ইউনিয়ন পরিষদ

১. অবস্থান-পূর্বে পাবনা সদরের দোগাছী ইউনিয়ন, পশ্চিমে হেমায়েতপুর ইউনিয়ন, দক্ষিণে পদ্মা নদী,

২. আয়তন- ২৫ বর্গ কিলোমিটার

৩. লোকসংখ্যা ১৮৭৩২জন।

পুরষ-৯৫৩১, মহিলা-৯২০১ জন।

৪. ভোটার সংখ্যা- ৯৯১৬ জন,

   পুরুষ- ৪৫৫৮, মহিলা- ৪৪৩৮ জন।

৫. শিক্ষার হার- ৫৫%

৬. প্রাইমারী স্কুল সরকারী-০৫ টি

৭. প্রাইমারী স্কুল রেজিষ্টার্ড- ০১ টি।

৮. স্যাটেলাইট স্কুল- ০৪ টি

৯. হাই স্কুল ০১ টি।

১০.বয়স্ক ভাতাভোগীর সংখ্যা- ৫৭৪ জন।

১১. বিধবা ভাতাভোগীর সংখ্যা- ৩৯৩ জন ।

১২. প্রতিবন্ধি ভাতভোগীর সংখ্যা- ২৯৭

১৩. আলিম মাদ্রাসা ০১টি।

১৪. হাফিজিয়া মাদ্রাসা ০১টি।

১৫. এবতেদায়ী মাদ্রাসা ০২টি।

১৬. ইউনিয়ন স্বাস্থ্য ো পরিবার কল্যাণ কেন্দ্র ০১ টি।

১৭. কমিউনিটি ক্লিনিক ০৩ টি।

১৮. মোট রাস্তা ২৭ কিলোমিটার

১৯. পাকা রাস্তা ০৭ কিলোমিটার

২০. কাঁচা রাস্তা ২০ কিলোমিটার

২১. গ্রামের সংখ্যা ৯ টি

২২. মৌজার সংখ্যা ১০ টি।

২৩.মোট হোল্ডিং সংখ্যা ৩৩৯২টি।

 গ্রাম ভিত্তিক হোল্ডিং সংখ্যা

১. ভৈরবপাড়া ৪৭২ টি।

২. বাগুন্দা ৩৩৭ টি।

৩. চাঁদপুর ৫৩৪ টি।

৪. শ্রীকোল ১৯৩ টি।

৫. ঘোষপুর ৩৩৬ টি।

৬. উত্তর সাদীপুর ৩৪০ টি।

৭. সাদীপুর ৫২০ টি।

৮. গোবিন্দপুর ৪২০ টি।

৯. আড়ুয়াবাধা ২৪০ টি।