Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

চরসাদীপুর ইউনিয়নের ইতিহাস

চরসাদীপুর ইউনিয়নের ইতিহাসঃ সাদীপুর ইউনিয়ন এর গ্রামগুলি ১৯৬২ সালের আগ মুহূর্ত পর্যন্ত পাবনা সদর উপজেলার অর্ন্তগত ছিল। ১৯৬২ সালের ভূমি জরিপের সময় ইহা কুষ্টিয়া জেলার শিলাইদহ ও কয়া ইউনিয়নের অন্তভূক্ত হয়। ১৯৯৮ সালের শিলাইদহ ও কয়া থেকে চরসাদীপুর নামে নতুন ইউনিয়ন পতিষ্ঠিত হয়। এই চরসাদীপুর ইউনিয়ন শিলাইদহ ইউনিয়নের একটি ০৩ নং ওয়ার্ড ছিল। কিন্ত বর্তমান চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম বয়েন এই ইউনিয়নেকে শিলাইদহ ইউনিয়নের ওয়ার্ড থেকে কেটে বর্তমানে একটি পূর্নাঙ্গ একটি ইউনিয়ন করেন। তবে এই ইউনিয়নে এখন পর্যন্ত অনেক সরকারী অফিস নেই। তবে আরো সরকারী বেসরকারী অফিস এই ইউনিয়নে প্রয়োজন। বর্তমানে এই ইউনিয়নের জনগন একটি ব্যংক একাউন্ট খোলার জন্য পাবনা শহরে যেতে হয় বা কুষ্টিয়া। শহরে যেতে হয়। যার জন্য একটি ব্যংক, একটি ভূমি অফিস খুবই প্রযোজন।